উপমহাদেশে আছে বাংলা,
কমবেশি আছে আত্মীয়তা।
যেমন, নদী সাগরের পানি করে ভাগাভাগি।
ভাগাভাগি করি পথ-ক্ষত-মত,- দুর্ভিক্ষের শস্যক্ষেত।
চলে লেনদেন, খোদা যা দেন।
এক গলিতে চলা- অসমীয়া, উড়িয়া, খাসিয়া,-
মিজো, নাগা, টিপরা, মনিপুরী, বিহারি,-
দ্রাবিড় তামিল, তেজস্বী রাজপুত, যুদ্ধবাজ শিখ-পাঞ্জাবী ;
আরো দূরে টানি-
শাক্য রাজধানী তিব্বতি বা আরাকানী,-
বেলুচি, কাশ্মীরি বা সিংহলী।


আছে বাংলা, প্রভুর ইচ্ছায় স্বাধীন বাংলা ;
পলিতে বিকশিত বাংলা।
মুসলমান আর অন্ত্যজ মিলে বিকশিত জালি পাতা-
'দাবায়ে রাখতে পারবা না'।
আহা! দয়ালের মীমাংসায় জেগেছে বদ্বীপ-
ইতিহাসে খুলে নতুন খাতা,
নতুন মশালে ছেয়ে গেছে নদীতট-সমতট;
জ্বলে-নিভে মানিয়ে নিবে নতুন প্রদীপ,
আছে পশ্চিমে প্রাণপ্রিয় ভাই-
ঘুরে ফিরে তারে চাই।


আছে আমাদের ভাষা
স্বাধীন ভাষা
মায়ের ভাষা, মুক্তির আশা।
পলির চরে-
চরে জয়নুল সুলতান, -
লালন, হাছন, শাহ আব্দুল করিম বলবান ;
আহা শত প্রবুদ্ধ বাংলার গান!
ভাষার জন্য বলী দান,
ভাসানীর আওয়াজে মুজিবের তেজে বাংলা আজ মহীয়ান।


চাষার বাংলা, শ্রমিকের বাংলা, আমার বাংলা
আমাদের দয়ালের অপার দান।।


নড়াইল, ৯ই ফেব্রুয়ারি ২০২২