যুদ্ধ শেষ হলে-
হাভাতেদের দলে, লাইনে দাঁড়াতে দাঁড়াতে,
রেশনিং কালচার রক্তে নিয়ে,
তারুণ্যে ছুটেছি অভাবী প্রান্তরে;
মধুর শিহরণে, রিলিফ বিতরণে।
আমি সচেতন ন্যায্যতা নিয়ে।


ভাগেরটা বুঝে পেতে দারুণ আনন্দ,
সন্তুষ্টির আলহামদুলিল্লাহ;
দাড়িকমাসহ বুঝে নিতে চাই।
আর বারবার কতভাবে, ঢেকুর তুলি
কিন্তু ভুলি- দেই, দিবো, এই ভাবে।
ওরটা বুঝিয়ে দিতে, গাঁ ম্যাজম্যাজে ভাব।


বিবেক জাগে না;
যাকাত-ফিতরা-ছদকা
বা ভিক্ষার দীক্ষায়, মনতো আগেই মজানো;
তাই আমি নিরুত্তাপ!
কারণ, এভাবেই পেয়েছি, আমার ভাগ!


ঢাকার একটি হাসপাতাল, ২২শে নভেম্বর ২০২০