আমার দুটো হাত
এই যে দুটো চোখ, ইদানীং চলে টলে দুটি পা ডান-বাম;
ডাকো, আসো হে সিজার!
আমায় ভাগ করে দাও, তুমিই অজোপল্লীর নিধিরাম।


আরও আছে মগজে মনন, নদী সে মধুমতী বহমান,
আর আছে হরেক স্বাস- বিশ্বাসের টান।
মননে যদি থাকে ভাগ-
দাঁড়িয়ে দু'কুকুর, নেই তাদের কোনো সবুর;
অপেক্ষায়! সাজা হবে নিঠুর, পায় যেন তারা মোর খন্ডিত ভাগ!


রক্ত-মাংসের খোরাকী ভাগে আরও আরও কুকুর পোয়াবে তারা।
ওই দেখো, লালা ঝরিয়ে দূর অবধি লাইনে দাঁড়িয়ে কারা।


বাংলার আকাশে, আমায় দেখে না-
সদা উড়ে সাদা বকের ধারা।
বাতাসে কম্পন তুলে তুলে সাজায় ভেলা
দিশারী বদলে চলে নতুন ভেলা, শান্তির খোঁজে তারা।
আবারও আসবে ফিরে, পালে পালে ভীড়ে
মধুমতী পাড়ে, যেথা সদা বহমান বাংলার ধারা;
সাগরে বিলীন হবে স্মৃতিচিহ্ন, পুরনো স্রোতের ধারা।


আসো হে ডাকাতেরা, সর্দার নিধিরাম,
আজন্মকালের নিষ্ঠুর সিজার!
তোমার অপেক্ষায় ঘাটে মাঠে সুবিধা মতো জ্বলছে তারা, ডান-বাম,
প্রতিযোগী কুকুরেরা।।


নড়াইল, ৪ঠা ডিসেম্বর ২০২২