১.
খরতাপে জান হাঁসফাঁস! বৃষ্টি চাই;
দয়ালের দৃষ্টি চাই।


কেনো এতো বৃষ্টি! বানের পানি নেমে যাক সাগরে ;
কোথায় মাটি বাপু রে- দয়ালের কৃপা চাই।


২.
স্বৈরাচারে বাক বন্ধ;
ধন-পুঁজির দখলে শর্করা-সুজি! দয়ালের দয়া চাই।


আমার মাঠ গেছে, হাট গেল;
আমি তো অথর্ব শহুরে গোলায়! হে দয়াল মুক্তি চাই।


৩.
হে দয়াল, আমারই সময়ে বৃষ্টি দাও।
হে দয়াল, আমার পত্রপাতে বৃষ্টি দাও।


হে দয়াল, আমার চাওয়া মতো তুমি বৃষ্টি দাও।


আমার চাওয়া মতো সৃষ্টি দাও; জানি তুমি হও না বিভ্রান্ত।
তুমি স্রেষ্ঠ বিচারক হও।
তুমি জানো, কে বেশি ক্লান্ত।


১১ই মে ২০২৩


অনুপ্রেরণা : প্রাচীন চীনা প্রবাদ, " চাষা যদি চায় বৃষ্টি- কে চায় ভেজা চলা; মহান বিচারকের কি আছে বলা?" Old Chinese proverb, "The farmer hopes for rain, the walker hopes for sunshine, and the God hesitates."