পোস্তগোলায় এসে বুড়িগঙ্গা সেতুতে,
মাস্কেও ঠেকাতে পারি না-
সুবিধা ভোগের পর, নির্গমন করা দুর্গন্ধ।
পশ্চিমে অস্তমান লাল সূর্য, বয়সী সূর্য।
পূবে সাদা গোল চাঁদ;
বুড়িগঙ্গার সাদা ফেনায়,
পূর্ণ গোলে জানিয়ে দেয়, আমারই শিকার আমি।
আর নগরের যত অধিবাসী।।


ঢাকা থেকে নড়াইল যাত্রা পথে, ২৭ শে মার্চ ২০২১