আমার নিহত লাশে ব্যথিত মন যদি কাঁদে-
জন্মভূমির জন্য কাঁদো, প্রিয় মানবেরা।
আমি মুক্ত!
গোলার আঘাতে আঘাতে ছিন্নভিন্ন আমার চেহারা।
আগুনে ছাই হতে পেরে-
জন্মের ঠাঁই নিতে পেরে আমার মাটিতে-
কি শান্তি, এই শীতল মাটির কোলে!
আমি ইউক্রেনবাসী-ইউরোপবাসী,
ছিন্নমূল নই।
আমি শরনার্থী নই- প্রভুর কৃপায় আমি কৃতজ্ঞ।
তবে, মুক্তি পাইনি চিত্ত!


প্রিয় মানবেরা, ফিরিয়ে দাও জন্মভূমি-
পনেরো লক্ষ রোহিঙ্গা আর যারা ছেড়েছে ভূমি।
প্রান্তিক যত জীব-জান
বিশ্ব ভূখন্ডে সকলেই আঞ্চলিক প্রাণ।
সাম্প্রদায়িক বলো না;
বাহারী ফুলে সময়ের পবনে কানন দুলে।
চাকায় চাকায় গোলায় গোলায় গোলে গোলে ইতিহাস চলে-
বিশ্বসভ্যতা চলে।।


নড়াইল, ৯ই মার্চ ২০২২


পটভূমি: ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ ; ইউক্রেনবাসী জীবন বাঁচাতে ইউরোপের প্রতিবেশী দেশগুলোতে ছুটছে। দেশীয় প্রেক্ষাপটে, জীবন বাঁচাতে বাংলাদেশে স্থিত হয়েছে পনেরো লক্ষ রোহিঙ্গা শরনার্থী।