আজ যে সন্ত্রাসী
কাল সে দেশপ্রেমী- বাজাও তালি!


আজ যা সুনীতি
আগামীকাল দুর্নীতি, দাওনা গালি!


আজ কড়াইয়ের তল
কাল তা রসনার ঝোল, জিহ্বা সামলাও!


হামলাও শিশুর মতন,
অনুভবে চিনে নাও রতন, একটু গড়াও-
সময়ের মতন।
বদলাও কেন চেতন?


যদিও আমি উড়িয়েছি আপসহীন কেতন।


জাতিবোধ, ধর্মবোধ, অহং- সব বোধ এক করে হলাম সাধু সঙ;
করিব রক্ষা একদম একদম
বোধের নীতির টেকসই যতন!


অথবা, ফিরে যাই ক্ষেতে, উঠব মেতে, ফলবে বেগুন।
যদিও বিরহের পোকা মারা গেছে,
আকারে পরিবর্তন ;
হাল আমলেও চলবে ভর্তার আয়োজন।


১লা নভেম্বর ২০২৩