মহাসুপ্তির মহা সে অবকাশ আঠারো মাস।
দুরন্ত কিশোর
চায় না অটোপাশ; দূর্বার পদাভারে ভরুক মাঠ।
বাজুক ঘন্টা কাপুক শিহরিত চঞ্চল মনটা।
পদাভারে ঘাট,
সড়ক পথ সভ্যতার সাথী পাক,
বাঁধভাঙা কল্লোল বল্গা গতিতে শাবক ছুটে।
আকাশ মিতালি-
পাখিরা সাথে উড়ে বন তার অভিমান ছেড়ে।
গৃহস্তের কুকুর
অতিশয় পাহারাদার দৌড়ে সামনে পথ দেখায়;
মনিব আর মানবেরে দেখিল আজ একসাথে।


অভিনন্দনে কাঁদে ভোরের শিশির চুম্বনে।
এ যেন অশ্রু দাদিমার, ভালোবাসা তার-
খোদার কৃপায় জ্বলে পরম্পরায়; জ্বালাও মশাল!
সাথীদের সাথে শরত গানে এগুবে বাংগাল।।


নড়াইল, ১১ই সেপ্টেম্বর ২০২১


পটভূমি: করোনা মহামারির শেষ পর্যায়; স্কুল খোলার সরকারি ঘোষণা।