দাম বেশিতে নাক উঁচুতে নাঁচ খুশিতে আজাদী খল
ইয়া বড় টাক তেলতেলে চকচক
বাজায় যুদ্ধের ঢাক


খান না শিন্নী
বিষম বাজার গিন্নী তোমার করুক বকবক


ইউক্রেন-রাশিয়া হুতোশে হুতি জিন্দাবাদ
আফ্রিকা, ওহে এশিয়া
দেখরে চেয়ে পত পত উড়ে তেলের পতাকা
জ্বালিয়ে আগুন হাতে কার শলাকা
টাকে আর ট্যাকে বিশ্ব জয়ে খলবল


উল্লাসে সিন্দাবাদ!


২০শে ফেব্রুয়ারি ২০২৪


অনুপ্রেরণা ও কৃতজ্ঞতা : "গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই-ধেই?...কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পড়ে?", বিপ্রতীপ ভাবনায় অসাধারণ কবিতা 'বিষম চিন্তা', বরেণ্য প্রিয় কবি সুকুমার রায়।