আফগানি দুলহান,
আফিমে আফিমে টাকা চেয়ে করে গান।
রং-তামাশার রং, ধরিয়ে দিয়েছেন বিশ্ব মহাজন।
চলে সে যাবে নাকি; অনেক হয়েছে নেকি!


পাইকার বাহিনী লুকাতে কাহিনী,
বন্ধুবর দালাল খুঁজে খাবে-
গলিতে,
গুলিতে!


শরনার্থীর আগমন,
তরমুজের ক্ষেত-  আবারও জাগবে;
যদি চাষে সারে আফিমের ক্ষত।
হাসিতে গাবেগান-  নতুন মহাজন।
তামার থালায় বেচবে আখরোট-
চূরোটের গন্ধে নাসিকা এঁটে এঁটে-  সবস্থান।


মারহাবা!
ফুল চন্দন, ফুতকারে উলু দিবে সবে-
চিতকার-চিতকারে, বিনা তারে জানায় বাহবা!
বাহ! বাহ! অভিনন্দন!


শুনে হাসি দাঁতে,
খেয়ে নিবে সাথে সাথে, পাথর কড়মড়-
সন্তানের জান;
যবের রুটি সেঁকে যায়-  বাবরের দুলহান!


নড়াইল, ১১ই জুলাই ২০২১


পটভূমিঃ ইতিহাসে আরেকবার বিদেশী সেনারা আফগান ভূমি ছেড়ে যাচ্ছে। তবে, এবার তাদের অবস্থানকাল ছিলো বর্তমান সময় বিবেচনায়, অনেক লম্বা।