বিলেতি ডলারে কিষেণ খাটে কেশবপুরের চাষা,
ন' বুঝে ভাষা- এদেশ তার স্বদেশ ;
গলা ভরে গায় সে চমতকার- ভারী শান্দার!
আলোর নীচে আন্ধার, যেমন, ভূমধ্যসাগরে-
ডুবে মরে; বাঁচলে গাজী।
বাপে যায় খ্যাপে বদলী হাজি-
বিয়ানীবাজার।
মুখে রোচে রুচি, সাতকড়ার আচার; চুল নেই,
টাকে নিবে বেল আর-
ছাওয়ালের ব্যাগ ভরা, সেই কালচার।।


পদ্মা পারাপার, কাঠালবাড়ি ঘাট, ১৩ই ফেব্রুয়ারি ২০২২