বায়ু জলে বারোমাস ঘুরে আমাদের ঘরে
টিনের চালে বৃষ্টি ঝরে,
বৈশাখী ঝড়ে উপড়ে পড়ে
শিকড় যার নড়বড়ে,
স্থবির পায়া দুলে গাছ-গাছালী
উপড়ে পড়ে চাপা দেয় কারে,
কোন অভাবের গতিতে অভাগা ঘরের বাইরে,
কেউ যায় কবরের নিশিতে,
ছারখার গৃহস্থালি।


মেঘের ডাকে বৃষ্টিতে ভিজে শম্বুক চলে আইলের পথে,
নিরাপদ ভ্রমণ নতুন আবাসে নতুন সংসারে,
বাংলার সংসার চলে বারোমাস ঘুরে।।


নড়াইল, ২৭শে এপ্রিল ২০২২