ওরাল স্যালাইন হাতে
নির্মাণ শ্রমিক ইঞ্জিনিয়ারদের ঘামে
দ্রুত নেমে আসে সন্ধ্যা
শুকনো মৌসুম শুরু।
আর্কিটেক্ট, প্লানারদের ঘুম হারাম।
কর্মযজ্ঞ ফুল গিয়ারে যাবে
লেনদেন বেড়ে যাবে
বাংলার ঘরে ঘরে আরাম আর স্বপ্নগুলো হাসি ফিরাবে।


এর ভেতর যদি শুনি অশনি বার্তা-
করোনায় বাড়ছে মৃতের সংখ্যা।
অকল্যাণের চরম ধাক্কা।
পাড় ভাংগনের অস্থির ভয়ে জনপদ
আল্লাহ-ঈশ্বর জপে চলে অনর্গল।


এ দুর্যোগ মহাকালে কখন মিলবে করোনার টিকা
লাগবে হাওয়া পালে
শীতের কুয়াশা কেটে হে খোদা তরী পৌছে যাক ঘাটে
বাংলার সোনার ধানে।।


নড়াইল, ১৮ই নভেম্বর ২০২০


প্রেক্ষাপট: করোনা মহামারির ভয়াল পরিবেশ; স্তম্ভিত সমাজ মানস।