ম্যাপের মাপে মাপ হবে না
পোষাক মেপে পোষণ হবে, তোষণ হবে।
খেলেছো ফুটবল, বুঝে গেছো সমাজের তল;
বেয়াকুবের দল!


শিক্ষা ছেড়ে উপ-শিক্ষা;
বিদ্যা ছেড়ে, মিষ্টি-কথায় মিষ্টি-পানে মিস্তিরি,
গাঁধির নাকে বেঁধেছে কস্তুরি।
সাত পাঁকে নয় বাঁধা;
কি আনন্দ, বাক-স্বাধীন, স্বাধীন-স্বাধীন
সবাই নাচো, কাপড় কাচো, তা ধীন ধীন!


তল বুঝে কে, দোকানদারের গুরু যে।
ম্যাপ বানাবে সে!
সে-তো আঁকে ঘাঁটি;
পিছে ফেলে ল্যাংড়া-খোড়া, খেলাড়ি যাবে বেগম পাড়া।
হয়নি ম্যাপ, বদের আঁটি!
চাটাই বিছাও বন্ধ্যা ঘরে, কে চরাবে!
মাফ হবে না, বসনের এই ম্যাপের মাপে ম্যাপ হবে না।।


নড়াইল, ৭ই ডিসেম্বর ২০২১