চলনবিলের ছোটনদী,
ভদ্রাবতী'র শ্রাবণের লাবন্য,
সুতিজালে আটকায় তার শালীনতা মহাজন।
বেহায়া হাসিতে ব্যাচে শ্রাবণী, জলজ কীট।
ফেরি করে লুন্ঠিত লজ্জা, শহরের গলিতে।

অপমানের যৌবন তেজে ফুসে উঠে,
থামিয়ে দেয় বীজের অংকুর।
ভেলায় ভাসো, ডুবে মরো গ্রামবাসী!
ভদ্রার অভিশাপে মরো! ভদ্রের ঢেকি।

নড়াইল, ৬ই জুলাই ২০২১