আংগিনায় তিতপাখিদের ঝাঁকে,
ডাকাডাকির ভেতর,
নিজের ডাক খুঁজি;
বন্ধু হারাবার ডাক।

আকাশে বকের ঝাঁকে বুঝি,
ভালবাসার ভেলায় একসাথে ভাসা,
কবে আর কতদিন-
তরংগে তরংগ ছড়াতে পারি।

আমি কবর পূজারী নই,
সন তারিখেরও নয়।
তারপরও যারা ভাবে,
তাদের অন্তরে যাও-
দেখবে সেখানে ভালবাসার নহর।
এই মর্তে,
খোদার এই অমূল্য উপহার নিয়ে
তারাই দিয়েছে প্রাণ।

তারা,
ভালবাসার সুরে বাঁচিয়ে রাখে-
এই ধরা;
সরিয়ে যত ধূলো আর ধূয়া।।

নড়াইল, ২৫ শে মার্চ ২০২১

নোটঃ ১৯৭১ এর ২৫শে মার্চ। পাকিস্তানি বাহিনীর এলোপাতাড়ি গুলিতে ঢাকায় আমার এক বন্ধু, তাঁর পরিবারের এক সদস্য হারান। পরবর্তীতে ঢাকার বাইরে পালিয়ে তারা পরিবার নিয়ে বাঁচেন। প্রতিবছর এই দিনে ওই পরিবারের তীব্র শোকের মাতম এবং হারানো সদস্যের প্রতি গভীর ভালোবাসা ও স্মরণ -  আমাকে প্রভাবিত করে।