এই যা! ডিমটা ভেঙে গেলো-
বাসায় গেলে খবর আছে! বিজ্ঞাপনে ভীষণ মজা-
যদিও দামে নারাজ,
দেখাবো আমি বউকে, বাজারে কে পটু।
কিনবো এবার বক্সে আঁটা; আমি মটু।
বাহ! নেই কোনও ফাঁটা!
পকেটের ফাঁটা! কেমনে যায়, কোন কৌশলে আঁটা!


তুমি, খুবই ভালো বন্ধু।
তুমিই শুধু বুঝো আমার কষ্ট; বাকীরা বিরহের সিন্ধু!
এমন দুর্মূল্যের বাজারে কে দেয় সেবন!
মাদক শুনলেই, শিউলির মাথাটা গরম।
আমার নাকি প্রয়োজন, পূর্ণ পুনর্বাসন!


পকেট ফাঁটা, বোঝে না কোন ব্যাটা !
কৌশল আমার; ঘরের মধ্যে ঘর,
স্বজনকে করো পর! প্রাচীর দিয়ে ঘেরা,
এরও বাইরে কাঁটাতারের বেড়া।
তারও বাইরে, যারা থাকে বাইরে-
জ্বালাও, পোড়াও- কুন্ডলিতে ধোঁয়া।
আমাকে যাবে না ছোঁয়া!


কে বলে আমাকে একঘরে!
আছে বন্ধু, থাকে সে ইবলিশের চরে;
জানতে চায়, প্রশ্ন করে, কার ডিম ফাঁটা?


২রা নভেম্বর ২০২৩