নয় তাঁরা কিপ্টা
রস মরে চ্যাপ্টা
সদা সৌরভে গৌরবে ভাসে
যেভাবে পানা ভাসে মধুমতীর জলে
হাসা-হাসি শিশুরা ভাসে তারই মাঝে
সমাজের ফুটা ঢেকে দেয় বৃদ্ধরা
সমাজ সময়ের ঢেকিছাঁটা চিঁড়া।


দুনিয়ার সব গাঁ নয় বন্ধু সোনারগাঁ
এক চালে এক ভবে
এক ভাবে চলবে না
ঐ পশ্চিম ওদের ভাষা ওদের কথা বলবো না
'দাবায়ে রাখতে পারবা না'
শোনো নি সে কথা
পলিতে পালিত পলির সমাজ
বাংলার পল্লী সমাজ।


তারপরও থাকে যদি কথা
সে যে মনের ব্যাথা
যেভাবে গাঁথি যুগ যুগান্তরের আমাদের কথা
বৃদ্ধ নিবাস হোক সেই শোভিত নকশীকাঁথা।।


নড়াইল, ৭ই ফেব্রুয়ারি ২০২২