ভুলে যাই, আমরা ভোলা!
চারিদিক পানিতে খোলা- দ্বীপ জেলা ভোলা।
সময়ের দ্বীপে একঘন্টার মাপে-
আলাদা জেগেছে ভোলা; চারিদিক তার খোলা।


শুভেচ্ছা কিশোরী; অভিনন্দন দ্বীপের রানী।
জাগে কল্যাণী,
তাসনীম রিমি এক প্রতিকী রানী।
বাংলার ঝরনা- কেঁপে কেঁপে পানি
উল্টো স্রোতে চলে সচেতন ঢেউ
পানি আর নারী একসাথে চলে- 
চলে- সময়ের ঢেউ, বাংলার ঢেউ।


ষ্টীমার-ফেরি-লঞ্চে,
যাও যদি ভোলা
পানির খোলসে চলা
নেচে নেচে চলা
বাঁশরির খোলে সৌম্য-সাম্যের সুর তোলা
যায় কি ভোলা- আজ বিজয়িনী ভোলা!


নড়াইল, ১৪ই অক্টোবর ২০২১


পটভূমি: নিজের ১৬তম জন্মদিনে এক ঘণ্টার জন্য ভোলা জেলা প্রশাসকের প্রতিকী দায়িত্ব পালনের সুযোগ পান ভোলা জেলার জনৈক স্কুলছাত্রী তাসনিম আজিজ রিমি। 


উৎসর্গ: কবি মোঃ সিরাজুল হক ভূঞা