সরি মাইকেল,
এবার হ্যান্ড ওভার নোটস-
দিয়ে যেতে পারলাম না।
চার্লস, আমার ডেপুটি,
পেশাদার সে,
অসুবিধা হবে না।


জেনী, রুমের-
জিনিষগুলো বুঝে নাও;
ক্লিয়ারেন্সের কপিটা
দ্রুত পাঠালে ভালো;
লাগবে এসব,
পরিবার রেখে গেলাম।


ভালো ছিলাম,
সেন্ট মার্টিন বেশ আলাদা।
রুজি রোজগারের জন্য,
কত জায়গায় ঘুরেছি;
ভালবাসা-
এখানেই পেলাম বেশি।


আটলান্টিকের-
ঢেউ টানে লোনা বাতাস,
বরিশালের উষ্ণতায়-
ভালবাসা পূর্ণ হয়;
কীর্তনখোলা,
এই এখানেই পেয়েছি।


চার্লস, তুমি
পোস্টমর্টেমের রিপোর্টটা,
এয়ার সেফটি অফিসার,
অবঃ উইং কমান্ডার
জন'কে দিও;
ভীষণ পরোপকারী।


লিয়াকত ভাই,
দাওয়াতটা বাকীই থাকলো;
ইলিশগুলো কিচেনের
ডিপ ফ্রিজে, গ্রহণ করবেন।
দুঃখিত ভাই,
আপনারই জন্য রাখা।


তবে আমার
বিলাসী ইচ্ছে জানো!


আমার কফিনটা যদি
ভাসিয়ে দেয়া যেতো!
এই মহাসাগর সাগর-
বংগোপসাগরে ভাসতো,
কীর্তনখোলায় ভেসে সে
আমড়াগাছ বা বকুলের
তলে স্থিত হলে,
আরও পূর্ণতা পেত-
ভালবাসা;
পেতাম মিলনের স্বর্গ।।


নড়াইল, ২৩শে মার্চ ২০২১


নোটঃ ক্যারিবীয় সাগরের সেন্ট মার্টিন এ জাতিসংগে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী বন্ধুর প্রতি লেখা শোক কবিতা। এটি রূপকল্প, তাই চরিত্রগুলো কাল্পনিক।