শুদ্ধ কি অশুদ্ধ, আঠারো কোটি মুখের হাসি-
অথবা দীর্ঘশ্বাস,
কোথায় কোন জলে ভাসি-
শুদ্ধ কি অশুদ্ধ, বিশুদ্ধ করে তারে ইতিহাস।


মধুমতীর ঢলে ঠেলে আসে যা, জোটে পানা;
ঝাঁক ঝাঁক উঠে আসে মাছের পোনা।
বিষে আর ভিটামিন মিশে-
মাটির রক্তচাপ, পলির আধার- এখন অভিশাপ।
কেনাবেচা চলে কূটচালে,
দেখোতো মানচিত্রে মেরু কোন দিকে!


বন্দ যুদ্ধের হাট,
আধা-বন্দ শিক্ষার পাঠ, পাটপাট তরুণ-তরুণী পরিপাটি,
কারে ডাকে বাপ,
নিজের বাপের পকেটে হাতাহাতি,
আর উজবুক সমাজে চলে অভিনন্দনের মাতামাতি;
ব্যাংকে বাংলার বড়লাট,
ছেঁড়া কেদারায় শীতাতপে নিতম্ব, মাথায় হাত।


কোন জলে ভাসে মাছের পোনা!
আমিষে স্বয়ম্ভু, 
বদলে কী গেছে বিশ্বাসের প্রভু;
চুলোয় যাক জীবনানন্দ , আসিবো না আর ফিরে,
গেলাম চিরতরে, বিনিময়ে আনন্দ- কোটি টাকা দরে,
নোটের সিল কেটে-
বাংলার সিল কেটে, আমি হবো আজন্ম বিশ্বের মুটে!


নড়াইল, ২৮শে সেপ্টেম্বর ২০২২