বিশ্ব এখন বিস্ময়ে চেয়ে!
মার্ভ-ইরেমের উদ্ধারে কান পেতে অনুভবে
পিঁপড়েদের ছোঁয়ায়।
এখনো ভবের মানুষ ও বৃক্ষরাজি সহোদরা-
বিশ্বাসী সে ঘ্রাণ।
প্রাণের স্পন্দন, বেঁচে রয় নুহের নৌকায়।
ভিড়েছে সেখানে ভালোবাসা, প্রিয় সে শ্বাশত মোস্তফা।
নির্ঘুম চোখে ঝলসানো মানবতা,
এমনই তাঁর কাটে রাত।
মজে না, ভাজে না, কতদিন হলো, কি ছিলো বরাত-
একি হলো হাল, তুর্কী আনতাকিয়ার বেকারির রুটি ;
সকলে যে নিয়েছে ছুটি!


১৩ই ফেব্রুয়ারি ২০২৩


পটভূমি: দক্ষিণ তুরস্কের আনতাকিয়ার একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ২৪ বছর বয়সী মার্ভ এবং তার বোন ১৯ বছরের ইরেমকে শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার করা হয়। উদ্ধারকারী দলের নেতৃত্ব দিয়েছেন উদ্ধারকারী মহাত্মা জনৈক মোস্তফা। ভূমিকম্পে এই ভবনটি মাটিতে মিশে গেছে।