বুঝলে দিবাকর,
খুঁজবে এবার, আকার তোমার-- আকাশের নীলিমায়,
গোবর- আবর্জনায়,
গাছেদের শিকড়ে, লতায়- পাতায়।


কবির প্রেমের কাব্য,
হায় হায়! হারিয়ে যায়।
কষ্টের পেটের ভেতর থেকে জনে জনে চিতকার করে,
যারে তারে,
ঝরে অঝোরে গালাগাল অশ্রাব্য।


মড়ার তেলে ফিরছে মরণ।
নেই নেই ভর্তুকি, মিলাও কারণ বা করণ!
জীবনের সমীকরণ, দয়াল কি গেছে ছুটি,
বলো সাথীরা, বিধাতা মিলাবে কি,
ভারসাম্যের বৈশ্বিক সমীকরণ।।


নড়াইল, ৬ই আগস্ট ২০২২