কার্বনে সাড়া
কার্বনে ন্যাড়া
কার্বনে চাকা ঘুরে


সুরমার আঁখি জ্বলে নিভে মেঘনায় পায় বল-
মেঘের কত জল!


উল্টো রথের চাকায় সাইকেলে বিশ্ব ঘুরে গাজীপুর ;
হাত মাতে মাপের মাপে
কার্বনে চাকা ঘুরায় শ্রীপুর।।


৩১শে মার্চ ২০২৪


প্রেক্ষাপট: দেশের বাইসাইকেল রপ্তানিকারক মেঘনা গ্রুপের আলফা টেকনোলজি লিমিটেড গাজীপুর জেলার শ্রীপুরে জার্মানি ও তাইওয়ানের সহযোগিতায় হাতের সাবধানী ব্যবহারে কার্বন ফাইবারের টুকরো জোড়া লাগিয়ে রফতানিমুখী বাইসাইকেলের যন্ত্রাংশ তৈরি শুরু করে।