প্রতিবাদ, তারুণ্যের অহংকার।
বৈষম্য বা যে কোনো অনিয়মে,
সে জ্বলে উঠে বারবার-
স্বাভাবিক প্রতিক্রিয়ায়।


বৈষম্য দিকে দিকে ধায়;
বড় জাতির- ছোট দেশের উপর,
অধস্তনের উপর ঊর্ধ্বতন।
এটা দূর্বলের উপর, অন্যায়ভাবে সবলের চাবুক।


চাবুকের ঘা খেয়ে খেয়ে,
ধৈর্যকে সম্বল করে-
সে-ই তরুণই একসময়ে সবল হয়;
চাবুকের মালিকানা পেয়ে যায়।
তারপরই, বাচাঁতে পারে ভবিষ্যতের তারুণ্যকে।
এবং এভাবেই আসে তাঁর সূর্য-সফলতা।।


ঢাকা, ১১ই নভেম্বর ২০২০