ঠিক ঠিক চিনে আসে চোখের হাতছানি
চোখের মায়া সত্য ভাসে
আমার নদীজলে মেঘের ছায়া
লাঠির আওয়াজে টুকটুক ভিড়ে ভিখিরিনী
যেমন ওপারে ভিড়বে এই ফেরি
কিসের অভাবে আমার দু'কড়ি আশ্রয় খুঁজে
কার হাত কাঁপে স্নেহের বাঁধনে ও-ই বৃদ্ধার আঁচলে
দয়ালের লীলায় ডুবে পায়াভারী কংক্রিট দুলে
পানি কেটে ফেরি চলে মন্থর তালে
দিন গুনে পারাপার
দায়গুলো কি শেষ হলো তার
শেষ হবে সংহতি ফেরির পরিবার
শুনো হে মধুমতী
মুসাফির পাবে গতি যদি হাঁটে দুঃস্থের দাফনে
খাটিয়ার সামনে পিছনে
যদি আশাতে থাকে উন্নয়ন ও সংগতি
মূসার লাঠিতে পানি কেটে পার
দুঃস্থ কাঁধে নিয়ে রাখালেরাই করে পার
দয়ার খোঁজে ঠিক চিনে আসে চোখের হাতছানি।।


কালনা ফেরি,নড়াইল/গোপালগঞ্জ, ৮ই জুন ২০২২