কতটা ঘামে নতুন সৃষ্টি কতটা দামে।
কে করে সমষ্টি, মুষ্টির সমষ্টি।


পালায় কারিগর, থুবড়ে সংস্কৃতি ;
কাট-পেস্ট এখন নব সংস্কৃতি।


আমার সন্তানেরা, ঝোলাগুড় চিনে না।
যতটুকু পাই, ফিউশনে খাই।
কাট-পেস্ট এখন নব সংস্কৃতি;
মননের দূর্গতি, কে করিবে ওকালতি।


শাল-সেগুন ছেড়ে আকাশমণি-
পাঠ ছেড়ে টিউশনি-
নয়া কেষ্টবিষ্টু, শিষ্ঠাচার-  বরই এর আচার!
মাটি চিনি না, ছনের ঘর বড় অবজ্ঞার।


বলেছো গাঁয়ের ভাষা, এক্কেবারে চাষা।
না না নিবো না- ধিক! শহুরে পোষাকে চিক।
পরে কয়েদির জামা, যদিও হাসে মামা,
সং সাজে বাঁদর, তাতেই সমাদর।


কাট-পেস্ট এখন নব সংস্কৃতি;
পালায় কারিগর, থুবড়ে সংস্কৃতি।।


নড়াইল, ১৬ই ডিসেম্বর ২০২১