অসংখ্যবার নিপীড়ন বাড়ি বা হাঁপরের হাহাকার
থেকে থেকে বাতাসে কম্পমান
দৃশ্যমান শ্যামলিমা, পুড়ে ছাই
আবাসঘর ধুম্রজালে, রচে ইতিহাস
হাহুতাস ফেরী করে চলে, অবারিত বোধের আকাশে
কান্নায় ভেংগে পড়ে, আজানের সাথে, সমুদ্রে জেগে ওঠা প্রভাতে
বা গোধূলিলগ্নে আঁধারের সাথে ব্যথামন, কুঁকড়ে কাঁদে
তাজা রক্তের ফিনকিতে, উপকূলে পবিত্র মাটির দাগ
কালশিটে দাগ, মাটির গভীরে তাকে তাকে
কতশত ছোট, ম্রিয়মান।


বাঁধা আত্মারা, কৃতদাস হয়ে এখনো শিকলে, এই বিকেলে।
কোথায় দেখা যায় বীজতলা, খুঁজে ফেরে দানবেরই মালা?


মুক্তি আনতে কতটা ছোট সে প্রাণ!


রক্ত লালচোখ 'মোখা' এসেছিল বটে।


১৫ই মে ২০২৩