সত্তর ডলারে পার হয় না একাত্তর
এযে বড় সাগর
নাও ভেসে চলে
যেভাবে সভ্যতা চলে


জোয়ারের টানে অগ্রগতির সোপানে 
আয় বাড়ে একুশ শত ডলারে।
সম্পদ ভুড়িতে,
পোলায় যাবে বিদেশ পড়িতে, নিত্যই পূজা দেই ঠাকুরে।


কি হারায় ভাটার টানে, কত ডলারে!
কে বা কার জ্ঞানে, কে কে জানে?


ছেঁদা বাড়ায় ছেঁদা, আমিতো মজলুম হাঁদা।
বাঁচাতে চাই সম্ভ্রম- বাপদাদার ভিটা।


অগ্রগতি টানে,
সাগর যে গভীর, এ দেশ বাউল-সন্ন্যাসীর,
গভীর প্রেমে মশগুল রাসুল-নবীর।


মজবুত করি নাও, মজবুত করি বিশ্বাস;
তা-ই হোক আশ্বাস।


দস্যু-জলদস্যু ঠেকাও, যোগ্য মাঝি বাও।।


নড়াইল, ৩০শে ডিসেম্বর ২০২১