দৈব পাথর দেখেছি- কিছু তার ছিলো নামে।


আরও ছিলো মূলো- এখানে সেখানে বামে!


আমার-আমাদের-অনেকেরই টুকরো খুঁজেছি।
দয়াল মোদের দয়ালু,
পেয়েছি ঝর্ণাধারা- সেখানেই গড়াগড়ি।
মমতার আধারে নাসিকার ডাক- তীব্র ঘড়ঘড়;
সুরে সুর ঝিরিঝিরি।
সেই সে মহান ধারা, পাথরের মাঝে বহমান-
দৈব রথে; যেথা দেবতারা বসে ডানে।


২৯শে মে ২০২৩


অনুপ্রেরণা ও কৃতজ্ঞতা: Poet Alice Corbin Henderson, "From the stone age ", Poem-a-day, the Academy of American Poets, USA। "প্রস্তর যুগ থেকে (অনুবাদ)", অনুবাদক কবি শাহ্ সাকিরুল ইসলাম, এই আসর, ৩১শে জানুয়ারি ২০২৩।