মিছিলে জাগো প্রাণ ;
পানি নেমে গেছে পাথরের মতো।
পালিয়েছে সাপ, সড়ক কেঁটে কুযুক্তির অভিশাপ।


বেহিসাবি হাত হতে পারে মরণের সংগীন!
বেরিয়ে আসে সংগ্রামী কীট-  বীভৎস চেহারায়;
আগুন পোড়া'দের মতো, শীতল বায়ু চায়-
তারারা বহুদূরে মিটমিট চায়-
কে নেবে দায়!


উদ্ধারে যোদ্ধারে, লজ্জায় ফেলিব না।
যতটুকু দিয়েছো ত্রান
ভালোবাসার পুনর্বাসনে হাসে প্রাণ।


বাঁচাতে পারি যদি কুকুরের ছানা-
আমার ভিটেমাটি দেখে রেখো।
ওই জোড়াচোখ-
এক চোখে নেমে গেছে - বহুদূরে সাগরে ;
যেতে হবে, পাড়ি দিবো রূপ সাগরে!
ডুব সাগরে, পেয়েছি ঠাঁই মহাসড়কের কাঁধে।
আমারে কে বাঁধে, ঝোলা যে শূন্য!


পাঁচিলের ওপাশে শিউলির সুরভী ;
ঘুমিয়ে পড়ি ফুটপাতে, বিজয়ী মিছিল শান্ত মৌন।
অবকাশে স্বপ্নে ফিরি-
এইতো সেদিন ছিলো শস্যে গোলা ভরা।


নির্ঝর ঝরে দাসদাসী ধারা
আকাশ পান করি- ঠেলি মহাকাল সময়ের ধারা।


মিটমিট চায় তারা।।


নড়াইল, ২৩শে জুন ২০২২


প্রেক্ষাপট: ২০২২ সালের মে-জুন মাসে আসাম ও অরুণাচল প্রদেশে অধিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে সুরমা, কুশিয়ারা নদী ও অনান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বৃহত্তর সিলেট অঞ্চল ও নেত্রকোনা জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়।