দুঃস্বপ্নে কাটবে
চারটি একটি বা দুটি বছর।


অসংখ্য সাইরেনে বাজবে কি- ইস্রাফিলের সুর!
মহারাজের হাত বদান্যতায়
বাংলার মানুষ আকাশে দেখবে- 
বাজ-ঈগলের ঝাঁক।
বারুদের গন্ধে মাতোয়ারা ;
ফেঁটে যাবে ঢোল জাহাজের খোল,
টোকাবে আগানে বাগানে দুর্ভিক্ষের কচু।


পড়শির ব্যথার তাপ,
অমংগলের ছোঁড়া বারুদ তীর-
ছিঁড়ে নিবে কি, সব অর্জন!
অর্জুন,
কোন ঢালে তুমি আটকাবে বীর!


চরে বেঁচে থাক কলেমার দল।
দুঃস্বপ্নটা যাক।
অসহায় অসুখ- মনেরই অসুখ।
সারাবে কেউ তো, প্যাসিফিকের ডাক্তার!


নড়াইল, ২১ শে জানুয়ারি ২০২১