আমার ক্ষমতা
আমার পরিচয় আকাশে
রামধনু ঐ সাতরঙ ভাসে ক্ষণিকের তরে
আরও যদি খুঁজিবার চাও
প্রবোধের নাও বাও
মাছরাঙা দেখো শান্ত হলুদ সবুজে নীল
আহা বর্ণিল- বেরং রং বদলে
আগ্রাসনে বর্ণচোরা
তুমি না আমি কে বাঁচে হায়
তত্ত্ব গুলে তথ্য ঘুঁটে কে পায় খুঁজে তল
ঘূর্ণিতে ঘুরে ঘোলা জল
যদিও কিতাবী মলাট চকচকে মাছরাঙা
ডুবে ডুবে ভাসি আর বাঁচি পেটমোটা মোষ নদীবিল সাঁতরাই
বাজারে স্যাঁতসেঁতে কাঁদা
বর্ণ ভালো ধূসর কালো 
খুশ খুশ আওয়াজ হাট চলে অস্বচ্ছ মেঘলা দিন
ঝির ঝির বারি চিকনা মোটা সব জাহাজ ভিড়ি
নব প্রতিযোগিতা কিসমতি মহাজন
আয়নার ঘরে বাজার ধরে
লাল-হলদে এশিয়ার দ্বারে
অথবা তেল-কয়লার আকাশচুম্বী দুরাচার ময়লা বাজারে।


আমার কি নাই বাঁচিবার স্বাদ
উল্টো স্রোতে একচোখ রগড়ে খুলো প্রফেসার!


তোমায় নিমন্ত্রণ! অভিনন্দন! অভিনন্দন!


৭ই সেপ্টেম্বর ২০২৩