কত শত বছর তপস্যার পর-
জেনেছে বুদ্ধের দল দিলের সন্ধান;
মানব দিল। মোহাম্মদ যদি স্বাক্ষী হয়,
অল্প দিনেই আসবে ওই ক্ষন তারিখ।

ভালোবাসার টানে প্রলয় ঝড়ে,
নতুন সৃষ্টি নতুন দৃষ্টি খেলবে-
বালক-বালিকা নতুন বাগিচায়,
হামাগুড়িতে তেমন নতুন কীট।

পাপ-পূন্যের পুরষ্কার-তিরস্কারে
কেউ হাসবে কেউ বা পাথর-আগুনে,
অম্ল-ক্ষারে জ্বলবে, কেউ জ্বালাবে।
পলাতক নেই পলায়ন থেমে যায়।
থামে দৃষ্টি ওঁই খোদার আরশে;
জ্ঞান থেমে যায় জ্ঞানেরই বাহারে।

কাংগাল মানুষে বানায় যন্ত্রের দিল,
আহারে আহারে তরংগের শ্বাস,
প্রতিযোগিতায় নিঃশ্বাসের গতি
ভরে যাবে পৃথ্বী যন্ত্রের দিলে।

দ্রুতই সরে যাবে বিধাতার বর,
শেষ সংলাপে যাবে কর্ণ-অর্জুন।
কে রুখবে মহাকাব্যের যবনিকা-
ভালোবাসার মৃত্যু, দিলের মৃত্যু!!

নড়াইল, ১লা জুলাই ২০২১