হাতের রেখা বাঁকা বাঁকা,
দুই হাতে মিল নাই, জেব্রাও তাই।
মহাজ্ঞানী স্রষ্টা কি দিয়েছেন ভাই,
দুর্জন দুজন কেনো মিল নাই, মহা দুশ্চিন্তায়!


প্রতিযোগী দুর্জন,
একমাথা ওজন,
মদনেরে খাওয়ায় সে জিএম বেগুন,
পোকার কপালে শেষ বিলুপ্তি লেপে!


শেষ হলে সব প্রতিযোগী,
কদাচারে বাঁধে শিকলে নিজে,
দানবেরে দেয় চাবি, ইচ্ছার ভুতে।
হক যৌন জীবন প্রয়োজন কই, টেস্ট টিউবেই হবে সবি।


শেষে, প্রতিযোগী বেশে,
দুর্জনও বেগুন হতে চায়, সুষ্ঠ পুষ্ট এক চেহারায়।


এক সুরে গাও, যেমনি গাও-
জাতীয় সংগীত, ভুলে যাও বাকি গীত।
বাঁধা আছি শিকলে- দানবের হাতে।
বাজাও শিকল, ভুলবে নকল,
চুরিদারি আহাজারি।
জাতপাত কর্ম-ধর্ম ভুলে-
দুর্জনের স্লোগান, সব রেখা এক করো,
এক ধরাতে এক দেশ এক মহাজাতি!


নড়াইল, ১২ই জুন ২০২১