হঠাৎ হঠাৎ দ্রিম দ্রিম 'কই নাচি কই'


হঠাৎ হাসি 'আসতাছি'
'ভাসতাছি'
হঠাৎ হঠাৎ টিং টিং 'কই নাচি কই'


হঠাৎ ফুটি' 'বসতাছি'
'খাইতাছি'
হঠাৎ হঠাৎ চিন চিন 'কই নাচি কই'


ডেঙ্গু আয়, ফেঙ্গু আয়- হাই করি হায়!


গুমোট মনে সাঙ্গু আয় আশ্বিনে
কোথাও আমি যাচ্ছিনে
হাসিস নে..


২৯শে সেপ্টেম্বর ২০২৩


সাঙ্গু- পাহাড়ি নদী; ঢলেই উজ্জীবিত হয়।
কই- কোথায় এবং ভিন্ন অর্থে মাছ বিশেষ।
টিং টিং- মোবাইল বার্তার নোটিফিকেশন।
ফেঙ্গু- আভিধানিক অর্থ নেই। ভাবার্থ পাঠকের কাছে থাকতে পারে!