বাতাস যদিও ঘূর্ণি
তবুও ফলের সাথে কিছু মৌসুমি-
শীতল ধারায় ডোবা খোঁজ।
ব্যাঙেরা ডাকছে সরব;
আজ বুঝি ভব্য প্রশান্তি পায় সংসারে -
গরীবের কুঁড়েঘরে।


পাশের বড় দালানের-
দিগ্বিদিক চেচামেচি!
বস্তির কোন্দল জিয়ানো, ওঁরই গলাবাজি।


বাহ! মিইয়ে গেলো ঝগড়া; বাজে ফূর্তির গান-
"বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলাম.."


হঠাৎ পিছনের উঠোনে সেকি চিতকার,
লাঠিটা কেড়ে নিছে দারওয়ান ব্যাটার!
বিশ্রাম ভন্ড, সব পাহারাদার তটস্থ।
মালিক নির্বিকার, নিতম্বের ফোঁড়ায় ব্যস্ত!


১৮ই জুন ২০২৩


কৃতজ্ঞতা : "বন্ধু তিনদিন তোর্.. ", বাংলাদেশের বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এর লেখা এবং বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লার কন্ঠে গাওয়া জনপ্রিয় বাংলা গান।