আমি হাসতে হাসতে ভাসি আর হাসি-
আমার প্রিয় জানালায়, তোমার জন্য প্রতি সন্ধ্যায়।
আমারও আছে রং তুলি;
মনের টানে অল্পতেই এঁকে ফেলি- ক্ষণিকের বাসনায়।


ফ্রেমে আছো তুমি;
তবে, কাগজের ক্যানভাসে-
আর মধুর আঁচড়ে আর ভাসে না আংগুলি।
নিশপিশে- মরুক সে মেট্রোরেলের শিসে,
শীশা-বিষে আমি চলি খবিশের মানসে,
স্মরি আর মরি- মহাকালের হুইসেলে।।


১১ই ফেব্রুয়ারি ২০২৩