হাতড়ে অন্ধকারে,-
খোঁজ মিললো চশমার।
নাহলে কিভাবে ধরবো আলো,
ও-ই ডানা ঝাপটানো গাছেদের সমাজে।

দুলছে তো!
দোল দোল দুলুনি, ঝোড়ো বরষণে।
হাসিতে, না কাঁদনে।

নাকি কোনো মাঝি প্রবল বেগে,পতাকা নাড়ে, একলা দ্বীপে।
সে কি কোনো ভেসে যাওয়া মাঝি।
সাধের জাহাজ তার,
ভয়ার্ত স্মৃতিগুলোর মতো-
প্রহরীরা ধরে আনে কয়েদি, শক্ত শিকলে বেঁধে;
ডাকে তারে বারেবারে - বালুর তীরে,
সাগর তীরে, মন তার অদ্ভূত দোলাচলে।

গাছগুলো ভিজে কালো ভুত,
কি অদ্ভূত!
গণ্ডদেশ, গলদেশ - আস্তিন বেয়ে ঝরে পানি।
কিছুকাল আগে, ছিলো তারা স্থির;
আমার মতোই অবয়বহীন সুস্থির, গুমোট গরমে।।

নড়াইল, ১৮ই আগস্ট ২০২২