দুই একর জমির আয় আমার কব্জায়।
দখলিসত্ত্বে মামা, আমি তার চেলা।


শুনেছি বা দেখেছি বেশ;
তাইতো নেমেছি গাঁজার চাষে, লাভ বেশ।
লাইসেন্স আছে, যেমন আছে পাহারাদার,
তবে আমিই কেয়ার টেকার।


হুমড়ি খেয়ে কনুই ঠেলে ব্যাংক দেয় লোন,
টগবগিয়ে ফলন, যেমন ঘোড় সওয়ারে চলন।


বাগানে কঠোর আইন,
মামার প্রিয় মাছ বাইন,
কি আস্ফালন, ধরেছি হাতেনাতে পটল চোর।
বলে কিনা ফসলের সাথী, কয় মাথা তোর!


ব্যাস ব্যাস, হাতমোড়া পরাও কড়া,
দেখাবো সাতমহলা,
খাবে আগুনের ঢেলা, বুঝবি তুই শালা!


নড়াইল, ১৮ই জানুয়ারি ২০২২