হাতের তাঁত, হাতের টান- মাকু দিয়ে টান আড়াআড়ি,
দক্তিতে শক্তি ফলা;
ও-ভাই গাড়িয়াল-
গরুর গাড়ি বা উটের কাফেলা, অতিশয় বাড়াবাড়ি!


কলের চলে, এই তো এ-ই যে- ইতিহাস চলে!
সাগরের জলে লালচে বাঁদর, সুকানি চলে,
কাপড়ের থান চলে, বেলে বেলে;
"কে নিবে বললে, পৌছে যাবো অতি তাড়াতাড়ি।"


বাতাসের মতো মেরু যায় ঘুরে,
ইতিহাসই ঘোরে।
আরও ঘোরে, রিয়াল-ডলারে, বাংলার দর্জিবাড়ি।
রূপকথার জেরে, শতরঞ্জি আকাশে ঘোরে,
বসনের পাট ঘোরে- ঘাট ঘুরে বা ঘোরে,
বন্দর-গঞ্জ ঘুরে বা ঘোরে।
শিল্প ঘোরে- শিল্পী ঘুরে,
আরব-মরুর পোষাকে ঘোরে,
পোষাকে নড়ে, সে-ই তো, এ-ই বাংলার দর্জিনারী।
জামাই তার ঘুরে বা ঘোরে।
আর কার শ্বাশুড়িরা ঘোরে!
একদা গঞ্জে গঞ্জে, কাপাসিয়ায়-
সূতায় বাঁধা ছিলো যার নাড়ী!


নড়াইল, ১৩ই অক্টোবর ২০২২


নোটঃ মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের পোশাক শিল্পে  অধিকাংশ শ্রমিকই বাংলাদেশী। এবং যার অধিকাংশই নারী।