পশ্চিম ছাউনিতে পরিষ্কার লাইন 
ডানে বামে গেলেই ফাইন
লাইনে চালায় আইন।


উত্তম উত্তম বেশুমার বলো লজ্জাতে
কানে তুলো বজ্জাতে।


আটকে চলাচল গাড়ির কল
যেমন বরযাত্রী চলে, লম্বা বহরের লাইন
আমাদের মদিনায় দেরীতেই রীতি
গরুর গাড়ির গতি
আনো আর ধান ভানো টয়েটা, সুযুকি, মারুতি
অপেক্ষায় থাকে কণে কোন সতী।


তারিফ করে আনি সত্যজিতের বাঘা বাইন
কৃষ্ণ নয় তার সংগী
যদ্যপি গাইন গুপী 
গান করে তাং করে কল হবে বিকল
থেমে যাবে চল অপেক্ষায় নেইকো ভীতি
গুপী-বাঘা পাবে রে সতী
আহা রে, এইতো আমাদের মতি।।


ঢাকা, ৯ই ফেব্রুয়ারি ২০২২