বেশতো সব নরম ঘাস; কাটতে কাটতেই দিন যায়-
আর আসেযায় বছর, বাংলা ঘুরে।


কম লোহা লাগে;
কাস্তে ধারে আস্তে চলে না।
কাস্তের চাঁদে আলো লাগে কম, সূর্য কি বোঝে?


কাদায় বাড়ে তৃণ সব।
কাস্তে ধারে আস্তে চলে না; যদিও লোহা লাগে কম।
নদীজলে আসা পলিতে বলি
বা ত্যাগের রেওয়াজই বেশী।


অতিথি পর্যটকগন, বলো-
শ্যামল বাংলা, সবুজ বাংলা,
বা অবুঝ বাঙাল তো বেশ বুঝো!
কাদার উপর ঘাসের বাংলা, বাঁশের বাংলা-
কেমন বুঝো?


২৮শে নভেম্বর ২০২৩