উৎসর্গঃ কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি'র প্রতিষ্ঠা মহাপরিচালক, দেশ বরেণ্য উন্নয়ন দার্শনিক ডঃ আখতার হামিদ খান।


উন্নয়ন-গন-জনমিতি, সাথে যে জ্ঞানী- কাটে সিঁথি
বিশ্বের বড় শহর,
সে যে ময়নামতি, গুনে চলে হাজার প্রহর;
যদি আমার পেশা হয় জরিপ-জ্যামিতি
আর, মানুষের সংস্কৃতি-


সাজানো শহর-গ্রাম, সুনিবিড় ফুলেল ধাম
মনে হয় মৌচাক;
ক্লান্তি নেই! বাঁচার উচ্ছ্বাসে-
ছড়িয়ে পড়েছে বাংলার আকাশে,
রেণু হয়ে নামে প্রজ্ঞার আশীর্বাদ পলিতে-গলিতে।
শত অভিনন্দন, মহাত্মা আখতার হামিদ খান।


ঢাকা, ৪ঠা জানুয়ারি ২০২৩