আহা সুরভিত কবিতা, বকুলের গন্ধে ব্যাকুল- 
বাংলায় বেঁচে রয় আপেল কুল;
শোনো সবিতা,
তোমার আঁচলে একভাগ দিলাম, গৃহস্থালি কাজে একদম।
দ্বিতীয় ভাগ-  জাহাজীর পোটলায়, যে টানে গম,
অভাবের দম। বাকী ভাগ নিবেন মিঃ চাইবেন;
চাইলেই পাইবেন,
কাঁটাতারের কাঁটায় ফিতরায় প্রতিদান।
বলুন কবুল! তিনিই আমাদের মেহেরজান,
দান তার অফুরান!


বাকী রয় বিচি; বুনে বুনে কয়লায়- 
সুন্দর বনের সবুজ নিরালায়, আমি-তুমি কয়লা খেয়ে বাঁচি।
শেষমেশ- হারুবীর মুটেকেশ,
হারালেন সুটকেস- এখন হাঁটেন নাকি নরকের পথে,
ঈশ্বরচন্দ্রের ঐ দিম জ্ঞান-আলোর সাথে!!


ঢাকা, ৮ই নভেম্বর ২০২২