ডাক্তার বলছে প্রয়োজন কম, বেদনা বেশী;
যাবে না দম -
আছে খুব ভালো বিনাশী, যেমন ফেলে দেওয়া।


গোড়া তুলে বুঝেছি,
কিছু রক্তপাতে বুঝা যায় প্রাণের ঢিবঢিব।
অস্থির মনে ফিরে খোদার সৃষ্টি, তাঁর সুরক্ষার দৃষ্টি ;
আর সন্ধ্যা-আঁধারে হবেই কিছু কষ্টের চিব।


হেমন্তের সকালের স্নিগ্ধ আলো,
আসুক ভালো সকালটা, শীতটা যদি কাটে ভালো-
বসন্তে আসুক আনন্দ ও মুক্তির মেলা।


শুভ সকাল।


১১ই নভেম্বর ২০২৩