শালিকের ডাক
অন্যদের টিটকারির শিসে-
গৃহ ছেড়ে বাইরে
শুনবো সে কথোপকথন।


মুড়ি ছিটাই-
যা পড়ে আছে সুইপার ভরসায় ;
এই অন্নে আস্থা নেই
পেয়েছে তারা মুক্তির স্বাদ।


গালিচায় পাই
বসন্তের জীবন্ত প্রজাপতি ;
ঘুরেফিরে উড়ে
আমাকে দেখে সরে যায়।


প্রতিযোগী
মসৃণ কাঁকলাসও বেড়ায় জীবন্ত ;
লকলকে ধাবমান।
এবার বোধহয় বন্ধু পেলাম।


হেরে যাচ্ছি,
করোনার অনুজীব করছে বন্দী-
এই অমানবিকদের;
খেলার ফলাফল এই আপাতত।।


নড়াইল, ১২ই মার্চ ২০২১


সময়কাল: বাংলাদেশসহ বিশ্বময় করোনা মহামারি তীব্র গতিতে ছড়িয়ে পড়ছে।