আমি কৈশোরে নিষিদ্ধ জ্ঞানের অভিসারে,
তারুন্যে বিপ্লবের কবি,
সব শূন্যতায় পতাকা হাতে আমারই ছবি।


দিন বেড়ে যায়
মধ্যাহ্নে ছিমছাম চারিদিকে আলোয় ভরে যায়,
আমি সাম্যের কবি
কর্মের কবি,
গীতিনাট্য লিখে পয়ার ভারী।


দিন যে পড়ে যায় তাড়াতাড়ি
আলো ঝরে যায়,
আমি আপোষের কবি
বন্ধ্যা কবি।


সাঁঝের বেলা ফের মায়ের কোল খুঁজি,
বইতে নারি,
বইতে ফিরি
খোদাভীরু আমি বিশ্বাসে ফিরি
যতো আছে পুঁথি আমার বাগানের গাছগাছালি,
আমি ধর্মের কবি।


হতে কি পেরেছি মর্মের কবি।।


নড়াইল, ১৫ই ফেব্রুয়ারি ২০২২