দলে-সম্প্রদায়ে মেলে পাপড়ি- পাখিদের কূজনে
আর ওলির গুঞ্জনে
কবিকূলের গানে গানে
সুশোভিত সমারোহ সুরভিত ফুলের বাগানে
কবেকার লালন গেয়েছিলো ভূমে
বিদ্বেষ বিষের ওঁই ওঝা রে-
"জাতের কি রূপ..দেখলাম না এই নজরে"।


৫ই মার্চ ২০২৩


কৃতজ্ঞতা: বাংগালী আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক ফকির লালন (অন্য নামে লালন সাঁই, লালন শাহ, লালন কর)।