হিমঘরে রেখে জীবনের সব অব্যয়
বাকরুদ্ধ হয়ে শূন্যে চেয়ে থাকি


ক্ষুধা আছে বলে
নইলে ক্ষুধাহীন থেকে নিদ্রাহীন থাকতে চাই


নীরবতা কতটা প্রয়োজন
বুঝবে সেজন যুদ্ধে যখন গোলাবর্ষণ থামে বিরতিতে


আমার নীরবতায় আমিই পাহারায়


তবে বেজে উঠেছে ফের দামামার ঢাকঢোল
জেগে উঠো মন
পরে নাও সাজ
তাক করো হাতিয়ার।।


ঢাকার একটি ক্যান্সার হাসপাতাল, ২৮ নভেম্বর ২০২০